ফের তিনি ‘স্বপ্নের ফেরিওয়ালা’! এ বার মার্কিন মুলুকে নয়। দেশে ‘তথ্যপ্রযুক্তির রাজধানী’ শহর বেঙ্গালুরুতে।
সফররত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘‘ভারতীয় সফ্‌টওয়্যারই এ বার গোটা বিশ্বের হার্ডওয়্যার বানাবে।’’ যার অর্থ, প্রধানমন্ত্রী মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’র ‘স্বপ্ন-উড়ান’ ঠিকঠাক ভাবে উড়লে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের দৃষ্টান্ত বিশ্বের অন্যান্য দেশও অনুসরণ করবে! ঘটনা হল, তথ্যপ্রযুক্তি শিল্পে বিশ্ব-মানচিত্রে সুইৎজারল্যান্ড আর আমেরিকার পরের জায়গাটিই এখন জার্মানির।
ভারতের প্রধানমন্ত্রীর এই ‘স্বপ্ন’ আজ বেঙ্গালুরুতে, কিছুটা হাওয়া-বাতাসও পেয়ে গেল, যখন জার্মান চ্যান্সেলর মের্কেল বললেন, ‘‘জার্মানির প্রযুক্তির সঙ্গে ভারতের তথ্যপ্রযুক্তি-প্রকৌশলের মিশেল না-ঘটলে বেঙ্গালুরু এখনকার অবস্থায় পৌছত না।’’ দূষণহীন শক্তির গবেষণা ও ব্যবহার বাড়াতে দু’দেশের মধ্যে এ দিন মোট ১৪ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়। বেঙ্গালুরুতে আজ জার্মান গাড়ি সংস্থা ‘বশ’-এর নতুন একটি কারখানাও ঘুরে দেখেন মোদী ও মের্কেল। ওই কারখানাটি প্রধানমন্ত্রী মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকেই কার্যকর করল। এ বার ওই জার্মান গাড়ি সংস্থাটি যাতে দেশের অন্যান্য জায়গাতেও যন্ত্রাংশ বানানোর কারখানা গড়ে তোলে, প্রধানমন্ত্রী মোদী সে ব্যাপারে অনুরোধ জানান জার্মান চ্যান্সেলরকে।