তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালসে পাঁচ বছরে নিজের চার নম্বর রুপো জিতলেন দীপিকা কুমারী। বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজের এই জয় মরসুম শেষের বিশ্বকাপ ফাইনালস-এ ভারতকে দ্বিতীয় রুপো দিল। দীপিকা ফাইনালে সোনার চ্যালেঞ্জ হারলেন দক্ষিণ কোরিয়ার চোই মিসুনের কাছে। পুরো এক বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন দীপিকা। ষষ্ঠ বাছাই ভারতীয় মেয়ে কোয়ার্টার ও সেমিফাইনালে সহজে জেতেন। তবে বিশ্বের এক নম্বর এবং শীর্ষ বাছাইয়ের কাছে ফাইনালে ২-৬ ব্যর্থ হলেন। শনিবার কম্পাউন্ডে অভিষেক বর্মার ঐতিহাসিক রুপোর পর দেশকে দ্বিতীয় রুপো এনে দিলেও নিজের পারফরম্যান্সে খুশি নন দীপিকা। তিনি বলেছেন, ‘‘সোনা জেতার প্রচুর চেষ্টা করেছি। লক্ষ্য স্থির করে নেমেছিলাম। কিন্তু কাজে এল না।’’
Monday, October 26, 2015
বিশ্বকাপে রুপো জিতলেন দীপিকা
তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালসে পাঁচ বছরে নিজের চার নম্বর রুপো জিতলেন দীপিকা কুমারী। বিশ্বের প্রাক্তন এক নম্বর তিরন্দাজের এই জয় মরসুম শেষের বিশ্বকাপ ফাইনালস-এ ভারতকে দ্বিতীয় রুপো দিল। দীপিকা ফাইনালে সোনার চ্যালেঞ্জ হারলেন দক্ষিণ কোরিয়ার চোই মিসুনের কাছে। পুরো এক বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন দীপিকা। ষষ্ঠ বাছাই ভারতীয় মেয়ে কোয়ার্টার ও সেমিফাইনালে সহজে জেতেন। তবে বিশ্বের এক নম্বর এবং শীর্ষ বাছাইয়ের কাছে ফাইনালে ২-৬ ব্যর্থ হলেন। শনিবার কম্পাউন্ডে অভিষেক বর্মার ঐতিহাসিক রুপোর পর দেশকে দ্বিতীয় রুপো এনে দিলেও নিজের পারফরম্যান্সে খুশি নন দীপিকা। তিনি বলেছেন, ‘‘সোনা জেতার প্রচুর চেষ্টা করেছি। লক্ষ্য স্থির করে নেমেছিলাম। কিন্তু কাজে এল না।’’
Labels:
bengali
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment