লিওনেল মেসি কি স্পেন ছেড়ে বিলেতমুখী? বার্সেলোনা রাজপুত্রকে কি অদূর ভবিষ্যতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে?। দুই ম্যাঞ্চেস্টার— ইউনাইটেড বা সিটি, কারও জার্সিতে? অথবা চেলসিতে? এতগুলো প্রশ্ন আবার অন্যতম বিশ্বসেরা ফুটবলার ঘিরে উঠতে শুরু করেছে অভিজ্ঞ এক স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞের স্রেফ একটা টুইটে!
গিয়েম বালাগ নামের ওই ফুটবল বিশেষজ্ঞ ইউরোপে সুপরিচিত এবং তিনি এ দিন টুইটে লিও মেসি নিয়ে এমন একটা খবর দিয়েছেন, যেটাকে অত্যন্ত তাৎপর্যের মনে করছে ফুটবলমহল। ‘ফুটবলপ্রেমীরা জানেন কি? লিওনেল মেসি এখন মন দিয়ে ইংরেজি শিখছেন!’
এই টুইটের পরেই আর্জেন্তিনীয় মহাতারকার এহেন কাজের অন্তর্তদন্ত শুরু হয়ে গিয়েছে। ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মেসি হয়তো ইপিএলে যোগ দেবেন বলেই আগেভাগে ইংরেজিতে সড়গড় হতে চাইছেন। যাতে ইংল্যান্ডে মিডিয়া সামলাতে অসুবিধে না হয়।
বালাগ পাশাপাশি এক টাটকা প্রতিবেদনে লিখেছেন, ‘‘বার্সেলোনা ছাড়ার এত কাছাকাছি মেসি এর আগে কখনও আসেনি। একে বহু দিন মাঠের বাইরে ও। হাঁটুর লিগামেন্টের চোটে ওকে বার্সোলোনা কোচ লুইস এনরিকে পরের মাসের শেষের দিকেও এল ক্লাসিকোয় নামাবেন না, এখনই বলে দিয়েছেন। বিশ্রামরত মেসি ওর দুই পরম বন্ধু আগেরো আর ফাব্রেগাসের থেকে ইপিএলের খবরাখবর নিয়মিত নিচ্ছে এখন।’’ উল্লেখ্য, আগেরো খেলেন ম্যাঞ্চেস্টার সিটিতে এবং ফাব্রেগাস চেলসিতে।
বালাগের ব্যাখ্যা, মেসি আর তাঁর বাবা জর্জের বিরুদ্ধে ২০০৭ থেকে ২০০৯–এর ভেতর ৪১ লাখ ইউরো স্প্যানিশ কর ফাঁকি দেওয়ার অপরাধে তাঁদের ২২ মাস কারাদণ্ডের জল্পনা শুরু হওয়ার পরেই স্পেন ছাড়ার ব্যাপারে আরও বেশি ভাবতে শুরু করেছেন বার্সা কিংবদন্তি। যিনি বার্সেলোনার জার্সিতে ২৫টা প্রধান ট্রফি জেতার পাশাপাশি চার বার ব্যালন ডি’অর পেয়েছেন।
No comments:
Post a Comment