কাঁটা তারের বেড়া, সেনা-জওয়ানদের টহল, সেনা চৌকি, সীমান্ত লাগোয়া গ্রাম, এমনকী মাঝে মাঝেই দু’প্রান্ত থেকে গোলাগুলির আওয়াজ। ভারত-পাক সীমান্তের এই ছবিগুলির সঙ্গে সংবাদমাধ্যমের সুবাদে আমাদের পরিচয় রয়েছে। কিন্তু, মহাকাশ থেকে যদি এই সীমান্তকে দেখা যেত তা হলে কেমন হত তার ছবি?
সম্প্রতি এক মহাকাশচারী সেই ছবি তুলেছেন। তবে দিনের নয়, রাতের ভারত-পাক সীমান্ত। সেই ছবি প্রকাশ করেছে নাসা। বিশ্বের মধ্যে কয়েকটি দেশের সীমান্তকেই রাতের বেলা মহাকাশ থেকে দেখা যায়। যার মধ্যে রয়েছে এই ভারত-পাক সীমান্ত।
নাসার প্রকাশিত ছবিতে যে কমলা রঙের সরু রেখা ধরা পড়েছে সেটাই হল দু’দেশের সীমান্তের কাঁটা তারের বেড়া। এখন প্রশ্ন হচ্ছে কী ভাবে ওই বিভাজন রেখা এত স্পষ্ট ধরা পড়েছে ছবিতে?
নাসা জানিয়েছে, সীমান্তের আলো থাকার জন্যই রেখাটি আরও স্পষ্ট হয়েছে। ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে করাচি এবং সিন্ধু নদী উপত্যকাও।
ছবি: নাসার ফেসবুক থেকে।
পুরো বর্ডারে এত আলো থাকার জন্য মহাকাশ থেকে এত স্পষ্ট দেখা যাচ্ছে।
No comments:
Post a Comment