যোগের পর এ বার সরকারি কর্মচারীদের জঙ্গল সাফারি, রিভার র‌্যাফটিংয়ের মতো রোমাঞ্চ অভিযানে যাওয়ার পরামর্শ দিল কেন্দ্র।
কেন এই পরামর্শ?
ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি) জানিয়েছে, কাজের একঘেঁয়েমি কাটাতে, কর্মীদের মধ্যে টিমওয়ার্ক গড়ে তুলতে এবং  কর্মক্ষেত্রে তাঁদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়াতেই এই সিদ্ধান্ত।
শুধু তাই নয়, শরীরকে সুস্থ রাখতে যেমন যোগ করার পরামর্শ দিয়েছিল কেন্দ্র, তেমনই  অনুপস্থিতির ঝোঁক কাটাতেই এ বার কর্মস্থলে জিমেরও ব্যবস্থাও করা হবে। কর্মস্থলে ‘ওয়ার্ক কালচার’ ফিরিয়ে আনতেও এই উদ্যোগ বলে জানিয়েছে ডিওপিটি।
রোমাঞ্চ অভিযানের মধ্যে কী কী থাকছে?
ডিওপিটি জানিয়েছে, ট্রেকিং, মাইন্টেনিয়ারিং, রক ক্লাইম্বিং, পাহাড়ি রাস্তায় সাইক্লিং, স্কিয়িং, বোট সেইলিং, প্যারাগ্লাইডিং মতো অ্যা়ডভেঞ্চার স্পোর্টসগুলি ওই তালিকায় রয়েছে। আর এ কাজে কর্মীদের সহায়তা করবে সরকার স্বীকৃত কয়েকটি অ্যাডভেঞ্চার স্পোর্টস সংস্থা।