মাইক্রোস্কোপের তলায় তীব্র কাটাছেড়ার টার্গেট এখন ক্যাপ্টেন কুলের ক্যাপ্টেনসি। দলের সেরা ব্যাটসম্যানের অফফর্ম অব্যাহত। ফর্মে থাকা সেরা বোলার আহত। এক ভুলের পুনরাবৃত্তি। জেতা ম্যাচ মাঠে ছেড়ে আসা। ঝুলিতে তিন ম্যাচে পরাজয়। রীতিমতো এই বেহাল দশাকে সঙ্গী করেই প্রোটিয়াসদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া।
গোদের উপর বিষ ফোঁড়া, বিপক্ষের সেরা ব্যাটসম্যান এখন ফর্মের তুঙ্গে।
               দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এতটা ল্যাজে গোবরে অবস্থার কথা দুঃস্বপ্নেও সম্ভবত ভাবেননি ধোনি।                       আগের তিনটি ম্যাচের হালহকিকত স্পষ্ট জানান দিচ্ছে, আজ ইন্দোরে ফেভারিট মর্কেলরাই।
                     এই মুহূর্তে ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং অর্ডার নিয়ে যত কম শব্দ খরচ করা যায় তত ভাল। প্রথম টি ২০-তে                 ১৫ ওভারে ১৫৮ তোলার পর শেষ ৫ ওভারে সংগ্রহ ছিল ৪১। দ্বিতীয় টি ২০-তে ৯২ রানেই বান্ডিল। প্রথম একদিনের                  ম্যাচে ২৪ বলে দরকার ছিল ৩৫, হাতে সাত উইকেট। অন্য যে কোনও দিন যে ম্যাচ হাসতে হাসতে পকেটে পোরার                  কথা, সেই ম্যাচ বিপক্ষের ঝুলিতে দান করে এসেছে ধোনি বাহিনী। ফর্ম আর কোহলি এখন দুই বিপরীত মেরুর                         বাসিন্দা। দলের অর্ধেক রান করে দেওয়ার পরেও রোহিত শর্মা হয়ত ভাবছেন, তাঁর আর কী বা করার ছিল! রান                   পাচ্ছেন মাহী। কিন্তু কোথায় যেন মিসিং তাঁর সেই হার না মানা মানসিকতা।
                      স্টেইনদের হিসেবটা বেশ সহজ। প্রথম ১০ বলের মধ্যে রোহিতকে ফেরাও। বাকি সবারটা শুধু আসা যাওয়ার                     মামলা।
                        বোলিং ডিপার্টমেন্টের হাল তথৈবচ। আঘাতের কারণে দলে নেই অশ্বিন। উইকেট নেওয়া ভুলেছেন ভুবনেশ্বর                    কুমার। আজ হয়ত অশ্বিনের বদলি হয়ে মাঠে নামছেন হরভজন। কিন্তু তাঁরও বুড়ো হাড়ে মিরাকেলের সম্ভাবনা                      বেশ ক্ষীণ।
                    ভারতের আশার আলো বলতে হাতে দুই। এক, আগের ম্যাচে নিজেদের সেরার ধারে কাছে ছিলেন না স্টেইন,                  মর্কেল। দুই, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি ভারত। এবার এই বিন্দুকে কোন                      সরলরেখায় মেলাতে হবে তা কিন্তু ভারতকে আজ ২২ গজেই ঠিক করতে হবে।
                       জিততে গেলে চটজলদি ড্রেসিং রুমে ফেরাতেই হবে ডি ভিলিয়ার্সকে। এই অঙ্ক মাহীদের নিশ্চয়ই জানা।
                 মাহীদের কাম ব্যাক কি আদৌ হবে, নাকি হারের নাগোরদোলায় চক্কর কাটবে টিম ইন্ডিয়ার ভাগ্য? জবাব মিলবে                    হোলকারের পিচেই। অপেক্ষা আর কয়েক ঘণ্টা…Description: India v South Africa: Can't repeat mistakes often if we want to be No.1 team, says Rohit Sharma