রাজস্থানের ‘লিভিং আর্টস’-কে তুলে ধরতে রাজ্য সরকার শহর জুড়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল গাঁধী জয়ন্তী উপলক্ষে। ‘যোগী’ নামে বিশেষ এই চিত্রশিল্পকে বিশ্বের দরবারে পরিচিতি দিতেই এই উদ্যোগ রাজ্য সরকারের। দক্ষিণ রাজস্থানের শিরোহী জেলার মাগড়িওয়াড়া গ্রামে এই বিশেষ ঘরানার চিত্রশিল্পীদের বাস। জয়পুর শহরের রাস্তায়, বাস স্টপে এবং ব্যস্তবহুল জায়গায় বড় বড় হোর্ডিংয়ে তুলে ধরা হয়েছে যোগী শিল্পীদের ‘লিভিং আর্ট’। তারই কিছু ছবি ধরা পড়েছে এই গ্যালারিতে।
No comments:
Post a Comment