নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল তিনি প্রকাশ্যে আনায় জনমানসে প্রতিক্রিয়ায় উৎসাহিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার দেশের স্বাধীনতার ঠিক আগের দশ বছরের তদানীন্তন বাংলা প্রদেশের মন্ত্রিসভার যাবতীয় কাগজ প্রকাশ করা হবে বলে মঙ্গলবার বিধানসভায় ঘোষণা করলেন তিনি। বিধানসভায় নেতাজি সংক্রান্ত ৬৪টি ফাইল এ দিনই পেশ করেছেন তিনি। ওই ফাইল পেশ করতে গিয়েই মমতা বলেন, ‘‘ইতিহাসের কথা সকলের জানা দরকার। আমরা ধীরে ধীরে কাজটা করছি। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করা হয়ে গিয়েছে। ১৯৩৭ থেকে ’৪৭ সাল পর্যন্ত বাংলার মন্ত্রিসভার যাবতীয় ক্যাবিনেট পেপার্স ডিজিটালাইজ করতে দিয়েছি। সেটা হলে ওই ফাইলগুলোও তাড়াতাড়ি প্রকাশ করা হবে।’’
এই ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সভার পরে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অবশ্য এ প্রসঙ্গে বলেন, ‘‘উনি ওই সময়ের ক্যাবিনেট পেপার্স প্রকাশ করবেন বলেছেন। এই নিয়ে আর আমাদের বলার কী আছে! তবে সারদা নিয়ে ফাইলগুলোও প্রকাশ করুন না!’’
নিজে নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়াতে চেয়েছেন মমতা। বিধানসভায় এ দিনও তিনি বলেছেন, কেন্দ্রের কাছে নেতাজি নিয়ে যা ফাইল আছে, তা-ও প্রকাশ করা হোক। যার প্রেক্ষিতে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, ‘‘নেতাজির ফাইল কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে আনবে। এর জন্য সংশ্লিষ্ট কয়েকটি দেশের সঙ্গেও আলাপ-আলোচনা করা হবে। ফাইলগুলি প্রকাশ্যে এলে সব চেয়ে অসুবিধায় পড়বে কংগ্রেস এবং কমিউনিস্টরা!’’ এর পরেই মমতাকে আক্রমণ করে তাঁর মন্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী নিজের দলের নাম থেকে কংগ্রেস শব্দটা আগে মুছে ফেলুন! তার পরে কেন্দ্রের কাছে নেতাজি-ফাইল প্রকাশের দাবি করবেন।’’