সরকার বলছে, রাজধানীর পরিস্থিতি আগের থেকে ভাল। যদিও সরকারি পরিসংখ্যানই বলছে, শুধুমাত্র গত এক সপ্তাহে ১৯০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে, মৃত্যু হয়েছে ১২ জনের। আজই ডেঙ্গিতে মৃত্যু হয়েছে বছর ছত্রিশের তরুণী অমিতা শর্মার। তাঁর পরিবারের দাবি, হাসপাতালের গাফিলতিতেই মরতে হয়েছে বাড়ির মেয়েটিকে। এই নিয়ে ডেঙ্গিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২২। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট আজ আপ সরকারকে ম্যালেরিয়া ও ডেঙ্গির চিকিৎসা খাতে বরাদ্দ টাকাপয়সা ব্যয় করার নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে, ডেঙ্গি পরিস্থিতি সামলাতে দিল্লি পুরনিগমের তিনটি শাখাকে কত টাকা দেওয়া হয়েছে সে কথাও জানাতে হবে।