সোশ্যাল মিডিয়ায় নজরদারির জন্য বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি দফতরের প্রস্তাবিত খসড়া শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হল কেন্দ্র। মঙ্গলবার তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় মানুষের ব্যক্তিগত জীবনের উপর কোনও রকম হস্তক্ষেপ তারা করছে না।
বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি দফতরের দাবি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দেশ জুড়ে ঘটে চলা অপরাধমূলক কর্ম ঠেকাতেই তারা একটি খসড়া প্রস্তাব তৈরি করে। তাতে বলা হয়, হোয়াটসঅ্যাপ, জি-মেল বা অন্য কোনও এনক্রিপটেড মেসেজ ৯০ দিনের আগে মুছে ফেলা যাবে না। চাইলে তা দেখাতে হবে কেন্দ্রের গোয়েন্দা সংস্থাকেও। ১৬ অক্টোবর পর্যন্ত বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে মতামত জানাতে বলে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি দফতর। সেই মতামতের ভিত্তিতেই প্রস্তাবটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত অবশ্য প্রবল সমালোচনার মুখে এই প্রস্তাব ফিরিয়ে নেওয়া হয়েছে।