Friday, November 20, 2015

রাসায়নিক ও জীবাণু বোমা হামলার আশঙ্কায় ফ্রান্স

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কাছ থেকে আরও বড় ধরনের হামলার আশঙ্কা করছে ফ্রান্স।
সেই আশঙ্কা রাসায়নিক অস্ত্র নিক্ষেপের। সেই শঙ্কা ব্যাকটেরিয়া বা জীবাণু অস্ত্রেরও।
আজ ওই আশঙ্কার কথা জানিয়েছেন খোদ ফরাসি প্রধানমন্ত্রী মান্যুয়েল ভল্‌স।
ভল্‌স এ দিন ফরাসি পার্লামেন্টে বলেন, ‘‘আমরা কাউকেই খাটো করে দেখতে চাই না। কোনও সম্ভাবনাই খারিজ করে দিতে চাই না। আমাদের ওপর আরও বড় ধরনের হামলা হতে পারে। আরও ভয়াবহ হামলা হতে পারে। তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যা যা করণীয়, আমাদের সব কিছুই করতে হবে। মাথায় রাখতে হবে, আইএস জঙ্গিরা আমাদের বিরুদ্ধে রাসায়নিক যুদ্ধ শুরু করে দিতে পারে। জীবাণু যুদ্ধটাও আমাদের লড়তে হতে পারে। হামলার মূল চক্রীদের কল্পনা শক্তিকে খাটো করে দেখাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না।’’

No comments:

Post a Comment