২০১৭ সালে ভারতে হতে চলা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রস্তুতি সরকারি ভাবে শুরু করে দিল ভারত। শনিবার গুড়গাঁওয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন প্রজন্মের তিন ভারত অধিনায়ক— চুনী গোস্বামী, ভাইচুং ভুটিয়া এবং সুনীল ছেত্রী। উপস্থিত ছিলেন এএফসি প্রেসিডেন্ট শেখ সলমন বিন খলিফাও। যিনি পরে বলে দিলেন, ‘‘আমরা সবাই চাই অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ খুব সফল একটা টুর্নামেন্ট হোক। এ ব্যাপারে আমরা ভারতকে সব রকম সাহায্য করব।’’ অনুষ্ঠানে উপস্থিত এআইএফএফ প্রেসি়ডেন্ট প্রফুল্ল পটেল বলেছেন, ‘‘ভারতীয় ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। এই প্রথম আমরা বিশ্বকাপ আয়োজন করব। এতেই বোঝা যাচ্ছে ভারতীয় ফুটবলের ইতিহাসে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে।’’ এ ছাড়াও অনুষ্ঠানে ছিলেন দুই বলিউড তারকা জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন।
No comments:
Post a Comment