Wednesday, November 25, 2015

নাগপুরে আচমকাই এটিকে

আরে, এটিকে নাকি?
ঠিকই। নাগপুরে আটলেটিকো দে কলকাতা!
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা তখন শুরু হয়েছে কিছুক্ষণ। আচমকাই দেখা গেল আটলেটিকো দে কলকাতার সচিব সুব্রত তালুকদার-সহ আরও এক কর্তা নাগপুর প্রেসবক্সে ঘোরাফেরা করছেন। সঙ্গে নাগপুর ক্রিকেট সংস্থার এক কর্তা। কিন্তু তাঁরা ক্রিকেট স্টেডিয়ামে কেন?
শোনা গেল, কলকাতায় ইতিমধ্যে একটা স্টেডিয়াম তৈরির কথা ভাবতে শুরু করেছে আটলেটিকো দে কলকাতা। রাজ্য সরকারের থেকে জমি পাওয়ার কথা আছে। গত বারই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আইএসএল চ্যাম্পিয়ন আটলেটিকোর সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন যে, রাজারহাটে জমি দেওয়া হবে অত্যাধুনিক ফুটবল স্টেডিয়ামের জন্য। সে কারণেই শোনা গেল আটলেটিকো কর্তাদের স্টেডিয়াম পরিদর্শন। দেখে নেওয়া যে, খেলাধুলোর জন্য সেরা স্টেডিয়াম তৈরিতে কী কী ব্যবস্থাপনার দরকার পড়ে। পুণের স্টেডিয়াম ঘুরে তাঁরা নাগপুরের স্টেডিয়ামও বুধবার ঘুরে গেলেন।
দেশের সেরা স্টেডিয়ামগুলোর মধ্যে সুযোগ-সুবিধের দিক থেকে জামথাকে অন্যতম ধরা হয়। এবং জামথার পরিকাঠামো, সুযোগ-সুবিধে এটিকে কর্তাদের ভালই লেগেছে বলে শোনা গেল।

No comments:

Post a Comment