Sunday, November 1, 2015

সি-হর্স উদ্ধার, গ্রেফতার দুই

সামুদ্রিক বিরল  প্রজাতির ‘সিহর্স’ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফাতার করল জয়গাঁ থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায়  জয়গাঁ শহর থেকে দুজনকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে ধৃত দুইজনকে আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। জয়গাঁ থানার ওসি কাশ্যপ রাই বলেন, “ বেশ কিছুদিন ধরেই এই বিরল প্রাজাতির সিহর্স পাচারের খবর আসছিল আমাদের কাছে। শনিবার সন্ধ্যায়   চেন্নাইয়ের বাসিন্দা রামালিঙ্গম নিন্দারণ ওজয়গাঁর বাসিন্দা বিশ্বকর্মাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছে  বহু মৃত  সিহর্স বাজেয়প্ত করা হয়েছে। যার ওজন চার কেজি আটশো গ্রাম। ভুটান হয়ে চিনে পাচারের উদ্দেশে ছিল। চীনে এই সিহর্স গুলির বাজার মূল প্রায়৮ লক্ষ টাকা। চীনে এগুলি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ধৃত রামালিঙ্গম নিন্দারণ জানান, চেন্নাইয়ে সমুদ্র থেকে জেলেরা এগুলি ধরে আনে। তিনি প্রথমবার ভুটানে এগুলি বিক্রির জন্য এনেছিলেন। চেন্নাইয়ে কেজি প্রতি ৭-৮ হাজার করে কিনেছিলেন। ভুটানে ১২ হাজার টাকা কেজি প্রতি বিক্রি করার কথা ছিল।

No comments:

Post a Comment