Sunday, November 1, 2015

যুদ্ধ-জর্জর সীমান্তে এ বার পর্যটনের ডাক

সীমান্তে গোলাগুলি চলছে তো কি হয়েছে! তা বলে ঘুরতে বেড়ানোকে তো আর বেঁধে রাখা যায় না! পাক রেঞ্জার্সদের মর্টার ও গুলির হাত থেকে বাঁচতে যখন সীমান্ত লাগোয়া গ্রামবাসীদের যখন নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা, তখন সেই গোলাগুলিকেই তোয়াক্কা না করেই সীমান্তের পরিবেশকে উপভোগ করতে ছুটে আসছেন পর্যটকরা। জম্মুর আরএস পুরা সেক্টরের এই ছবি গত দু’বছর ধরে দেখা যাচ্ছে। প্রতিদিন সেখানে কয়েক’শ পর্যটক আসছেন, চাক্ষুষ করছেন সেখানকার পরিবেশ কেমন। সীমান্তের পরিবেশ নিয়ে অনেকর মধ্যেই একটা কৌতুহল থাকে। সেই কৌতুহলবশতই সীমান্ত পর্যটন যেন দিনে দিনে বেড়ে চলেছে। শুধু তাই নয়, সীমান্তে যে তাঁরা ঘুরতে গিয়েছেন, সেটাও প্রমাণ হিসাবে ক্যামেরাবন্দি করছেন অনেকেই।
উত্তরাখণ্ড থেকে আসা এক পর্যটকের কথায়, “আমরা সেনাদের বাঙ্কার দেখলাম। ভারত-পাকিস্তানের পতাকা উড়ছে সেটাও দেখলাম। খুব ভাল লাগল। পরিবেশটাই অন্য রকম।”
পশ্চিমবঙ্গ থেকে যাওয়া অন্য এক পর্যটক বলেন, “কিছু দিন আগেই শুনেছিলাম সীমান্তে গোলাগুলি চলছে। তা সত্ত্বেও প্রচুর পর্যটক সেখানে যাচ্ছেন। আমরাও চলে এলাম!”
সীমান্তের পরিবেশ, কাঁটা তারের বেড়া, সেনার টহল, মাঝে মাঝেই উড়ে আসছে গুলি— এ সব সেখানকার মানুষদের পরিচিত। কিন্তু যাঁরা ওই পরিবেশকে দেখেননি, শুধু সংবাদ মাধ্যমের সুবাদেই পরিবেশটাকে দেখেছেন, তাঁদের তো ইচ্ছে হবেই এক বার ওই পরিবেশের সাক্ষী থাকার! আর সে কারণেই গত দু’বছর ধরে সীমান্ত পর্যটনে ঢল নেমেছে।

No comments:

Post a Comment