গত মাসেই সুলতান জওহর কাপে আঁচ পাওয়া গিয়েছিল। যখন হকি দুনিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশের জুনিয়র দলের লড়াইয়ে পাকিস্তানকে ৬-১ গোলে হারিয়েছিল ভারত। ওয়াঘার ওপারের তাতে অজুহাত ছিল, অধিনায়ক শাকিল আহমেদ-সহ পাক প্রথম দলের একাধিক প্লেয়ার নাকি খেলেননি। কিন্তু রবিবার সেই শাকিল, মহম্মদ দিলবার-সহ পূর্ণশক্তির পাকিস্তানকেও ফের হাফডজন মেরে এশীয় জুনিয়র হকি খেতাব জিতল ভারত। মালয়েশিয়ার কুয়ান্তানে ফাইনালের স্কোরলাইন হরেন্দ্র সিংহের দলের পক্ষে ৬-২।
গোটা টুর্নামেন্টের মতো ফাইনালেও ভারতের জয়ের নায়ক পেনাল্টি কর্নার স্পেশ্যালিস্ট হরমনপ্রীত সিংহ। ছয় গোলের মধ্যে হ্যাটট্রিক সমেত চারটে ১৯ বছর বয়সি পঞ্জাবির। টুর্নামেন্টে ভারতের মোট ৩২ গোলের মধ্যে হরমনপ্রীত করেছেন ১৪ গোল। যার তেরোটি পেনাল্টি কর্নার থেকে। যা দেখে হকি বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, ভারতের সিনিয়র দলেও হয়তো এত দিনের পেনাল্টি কর্নার সদ্ব্যবহার করতে না পারার সমস্যা অদূর ভবিষ্যতে দূর হবে। জুনিয়র এশীয় হকিতে এ বার পাঁচটা ম্যাচই জিতল ভারত। ফাইনালে দু’অর্ধে পাকিস্তান তিনটে করে গোল হজম করেছে। হরমনপ্রীত বাদে ভারতের অন্য দুই গোলদাতা আরমান কুরেশি এবং মনপ্রীত (জুনিয়র)। পাকিস্তানের সান্ত্বনা গোল দু’টো মহম্মদ ইয়াকুব এবং দিলবারের।
No comments:
Post a Comment