যুদ্ধের জন্য তাদের বানানো সবচেয়ে শক্তিশালী ড্রোন ‘সিএইচ-পাঁচ’ এ বার বিশ্ব বাজারে বেচবে চিন। ওই ড্রোন ৩০০০ কিলোগ্রাম ওজনের অস্ত্র বহন করতে পারে।
ওই ড্রোনটি বানিয়েছে চিনের ‘অ্যাকাডেমি অফ অ্যারোস্পেস অ্যারোডাইনামিক্স’। গত অগস্টে ওই ড্রোনটিকে প্রথম আকাশে ওড়ানো হয়। বিশ্ব বাজারে ওই ড্রোনের ক্রেতা টানতে কাল গুয়াঙঝাঙ প্রদেশের শেনঝেনে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।
ওই ড্রোনের নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ‘সিএইচ-পাঁচ’-ই চিনের সবচেয়ে ভারী ও সবচেয় শক্তিশালী ড্রোন।
No comments:
Post a Comment