সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলার বিরুদ্ধে তাঁর দল চরম বিপদে পড়লেও, বিদর্ভের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার ওয়াসিম জাফর একটা কীর্তি করে রাখলেন। রবিবার রঞ্জি ট্রফিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের ক্লাবে নাম লিখিয়ে। তাঁর মোট রান এখন ১০০০২। ম্যাচ শেষে তিনি বললেন, ‘‘এই মাইলস্টোন আমার একার নয়। ওই সব মানুষের যাঁরা আমাকে এত বছর ধরে সাপোর্ট করে গিয়েছেন। আমি এই রেকর্ড আমার পরিবারকে উৎসর্গ করতে চাই।’’
ক্রিকেটের একটা লম্বা সফর করলেও, জাফর ভাবতে পারেননি তিনি এত দূর কখনও আসতে পারবেন। ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বলছিলেন, ‘‘জীবনের প্রথম রঞ্জি ট্রফি খেলার পর ভেবেছিলাম, ওটাই বোধহয় আমার শেষ ম্যাচ। এত খারাপ করেছিলাম। কিন্তু পরের ম্যাচে আমাকে আরও একটা সুযোগ দেওয়া হয়। সেটায় ট্রিপল সেঞ্চুরি করি। আর পিছনে তাকাতে হয়নি।’’
রবিবার জাফরের রেকর্ড অবশ্য আরও একটা প্রশ্ন তুলে দিল ঘরোয়া ক্রিকেট মহলে। টি-টোয়েন্টি যুগে তাঁর রেকর্ড কি কেউ ভাঙতে পারবেন? প্রাক্তন মুম্বইকর, বর্তমানে বিদর্ভ ব্যাটসম্যানের সরল স্বীকারোক্তি, ‘‘রেকর্ড তো তৈরিই হয় ভাঙার জন্য। তবে একটা রেকর্ড ভাঙা যাবে না। আমিই প্রথম দশ হাজারি।’’ এখানেই থামেননি তিনি। তাঁর আরও সংযোজন, ‘‘টি-টোয়েন্টির যুগে ক্রিকেটারদের ধৈর্য কমে গিয়েছে। তাই আমার বিশ্বাস, বেশ কয়েক বছর নিশ্চিন্তে থাকতে পারি আমি।’’ জাফরের পরেই রঞ্জিতে রানগেটারের তালিকায় আছেন অমল মজুমদার (৯২০২)।