তাঁর টেনিস জীবনের সেরা মরসুমকে আবার ২০১৫-এ ছুঁলেন নোভাক জকোভিচ। রবিবার প্যারিস ওপেন মাস্টার্স চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের এক নম্বর এ বছর তাঁর ১০ নম্বর ট্রফি তুললেন। ২০১১-র মতোই। এ দিন ইন্ডোর হার্ডকোর্টে ফাইনালে টেনিসের জোকার কার্যত উড়িয়ে দিলেন দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারেকে। ৬-২, ৬-৪। দেড় ঘণ্টার একতরফা ম্যাচে মাত্র একটা ব্রেক পয়েন্টের সামনে পড়েছিলেন জকোভিচ। বিশ্ব র্যাঙ্কিংয়ে দু’নম্বর মারের বিরুদ্ধে এ বছর সাত সাক্ষাতে জকোভিচ ৬-১ এগিয়ে থাকলেন। দু’জনের সার্বিক ‘রাইভালরি’-তে জকোভিচ এগিয়ে ২১-৯। এ বছর তিনটে গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি ১০০০ এটিপি পয়েন্টের মাস্টার্স খেতাব ছ’টা জিতলেন তিনি। টেনিস ইতিহাসে জকোভিচের আগে কোনও প্লেয়ার এক বছরে এতগুলো মাস্টার্স জিততে পারেননি। এ বছর জকোভিচের মোট জয়-হারের হিসেব ৭৯-৫। কেবল মাস্টার্সে ৪০-২। এর পরে আগামী ১৫ নভেম্বর থেকে মরসুম শেষের এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে জকোভিচ হটফেভারিট হিসেবে-ই যে শুরু করবেন সেটা হয়তো না লিখলেও চলে। লন্ডনের ‘ও-টু’ ইন্ডোর হার্ডকোর্টের যে টুর্নামেন্টকে ‘ফাইনাল টেস্ট’ বলা হচ্ছে পেশাদার সার্কিটে।
No comments:
Post a Comment