নয়া ভিডিওতে এ বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিল ইসলামিক স্টেট জঙ্গিরা। তার সঙ্গে জানাল এখানেই শেষ নয়, প্যারিসে আরও হামলার প্রস্তুতি নিচ্ছে তারা।
বৃহস্পতিবার ‘প্যারিস বিফোর রোম’ নামের ছ’মিনিটের এই ভিডিওটি প্রকাশ করেছে আইএস। মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইন্সটিটিউট অনুযায়ী ইরাকের ডিজলা প্রদেশের আইএস অধ্যুষিত অঞ্চলে তৈরি হয়েছে এই ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে কালো কাপড়ে মুখ ঢাকা এক আইএস জঙ্গি প্যারিসে আরও হামলার হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ারও।
‘‘আমরা শুরুটা করেছি তোমাদের দিয়ে। শেষটা করব হোয়াইট হাউসকে দিয়ে। সব স্মৃতিসৌধ ধ্বংস করব। উড়িয়ে দেব হোয়াইট হাউসটাকে।’’— হুমকি ওই জঙ্গির।
ওই একই ভিডিওতে আবার আর এক জঙ্গি সরাসরি আক্রমণ শানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফরাসি প্রেসিডেন্ট ওলাঁকে। ‘‘আমাদের আত্মঘাতী সেনা আর গাড়ি বোমা তোমাদের ধ্বংস করবে। যেখানেই তোমরা যাও না কেন, সেখান থেকেই তোমাদের খুঁজে বার করব আমরা।’’ এই ভাষাতেই দুই দেশের রাষ্ট্রপ্রধানকে হুমকি দিয়েছে ওই জঙ্গি।
বুধবারই নিউ ইয়র্ক-এ ধ্বংসলীলা চালাবার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল আইএস জঙ্গিরা।
অন্য দিকে এফবিআই ডিরেক্টর জেমস কোমি বলেছেন, ‘‘আইএস এবং তাদের সমর্থকরা একাধিক ভিডিও এবং ম্যাগাজিনে নিজেদের প্রচার চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারিসের মত আক্রমণের সম্ভাবনার কোনও প্রমাণ মেলেনি।’’
No comments:
Post a Comment