Sunday, December 20, 2015

‘নক আউট’ সিংহের হ্যাটট্রিক

পেশাদার বক্সিংয়ে জয়ের হ্যাটট্রিক করলেন বিজেন্দ্র সিংহ। সনি উইটিং ও ডেভিড গিলেনের পরে এ বার  বুলগেরিয়ার সামেত হিউসেনভকে ‘নক আউট’ করলেন বিজেন্দ্র। তাও আবার বাউট শুরুর কিছুক্ষণের মধ্যে।
কিছু দিন আগের থেকেই এই  প্রতিদ্বন্দ্বীতার রেশ আগাম ছড়িয়ে পরে।  বিজেন্দ্রকে কটাক্ষ করে হিউসেনভ বলেছিলেন, ‘‘বিজেন্দ্র তো নাটক করে। ওকে আমি ভয় পাইনা। ভয় পেলে বক্সার হতাম না। বিজেন্দ্র সমর্থকদের আগাম বলতে চাই ওকে হারাব আমি।’’ যার উত্তরে বিজেন্দ্রও বলেছিলেন, ‘‘এর জবাবে কিছুই বলার নেই। শুধু হাসছি। ও যা ইচ্ছে বলুক। কিন্তু আমি রিংয়েই উত্তরটা দেব। ও যদি অভিজ্ঞ হয়, আমিও অলিম্পিকে পদক জিতেছি।’’ 
এ দিন শুরুর থেকেই আক্রমণের রাস্তায় যান বিজেন্দ্র। প্রথম রাউন্ডে কোনও ভাবে টিকে থাকেন হিউসেনভ। দ্বিতীয় রাউন্ডে রেফারি বাউট বন্ধ করে দেন। পরপর দু’তিনটে ঘুসি মারার পরেই রেফারি লড়াই থামিয়ে বিজেন্দ্রকে জয়ী ঘোষণা করেন।

No comments:

Post a Comment