Sunday, December 20, 2015

বিতর্কে জার্মানি

২০০৬ বিশ্বকাপের জন্য ভোট পেতে কলঙ্কিত প্রাক্তন ফিফা ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে ঘুষ দেয় জার্মানি। চাঞ্চল্যকর অভিযোগ এক প্রথম সারির জার্মান পত্রিকার। যাদের দাবি, ত্রিনিদাদ ও টোব্যাগোর ওই কর্তাকে টাকায় ২ লক্ষ ৪০ হাজার ডলার দেওয়া ছাড়াও, বিশ্বকাপের সবচেয়ে দামি ১ হাজার টিকিট এবং ক্যারিবিয়ান ফুটবলের জন্য চল্লিশ লক্ষ ডলার মূল্যের সরঞ্জামের প্রতিশ্রুতি-সহ চুক্তি করেছিল জার্মান ফুটবল সংস্থা। যা কার্যত মেনে নিয়ে জার্মান ফুটবল কর্তারা দাবি করেছেন, ওটা স্রেফ খসড়া হয়েছিল, পাকা কিছু নয়। ঘুষ-কাণ্ডে বায়ার্ন মিউনিখ ক্লাব ও ক্লাব প্রেসিডেন্ট ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও যুক্ত ছিলেন বলেও দাবি পত্রিকার।

No comments:

Post a Comment