Tuesday, December 22, 2015

চিনের মোকাবিলায় এ বার মার্কিন ড্রোন কিনছে ভারত

প্রতিবেশী চিনের বিরুদ্ধে এ বার ভারতের অবস্থান হতে চলেছে ‘ইটের বদলে পাটকেল’!
আকসাই চিন আর অরুণাচল প্রদেশে কারণে-অকারণে প্রায়শই ঢুকে পড়ে ‘লাল ফৌজ’। তা ঠেকাতে আমেরিকার কাছ থেকে এ বার কম করে একশোটি সর্বাধুনিক ‘ড্রোন’ কিনতে চলেছে ভারত। তার কয়েকটি নজরদারি। ওই মার্কিন ‘ড্রোন’গুলির নাম- ‘প্রেডেটার-এক্সপি’ বা ‘রিমোটলি পাইলটেড এয়ারক্র্যাফ্ট’ (আরপিএ)। বাকিগুলি একেবারেই যুদ্ধের জন্য। যার নাম-‘অ্যাভেঞ্জার’। আমেরিকার কাছ থেকে ওই সর্বাধুনিক ‘ড্রোন’গুলি কেনার জন্য ভারতের খরচ হচ্ছে দু’শো কোটি মার্কিন ডলার।
ইতালির বাধায় ভারত এখনও ‘মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম’-এর সদস্য হতে না পারায় ভারতকে সর্বাধুনিক ওই মার্কিন ‘ড্রোন’গুলির হস্তান্তরে কিছুটা দেরি হতে পারে বলে কূটনীতিকরা মনে করছেন।
যদিও ভারত ও আমেরিকা-দুই দেশেরই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের হাতে ওই সর্বাধুনিক মার্কিন ‘ড্রোন’গুলি পৌঁছে যাবে।

No comments:

Post a Comment