
প্রশ্ন: অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়েছেন। এ বার পেশাদারদের রিংয়ে। এ বারই কি সবচেয়ে বেশি টেনশন হচ্ছে?
বিজেন্দ্র: না। আমি বলব অলিম্পিকের সময় সবচেয়ে বেশি টেনশন ছিল। বেজিংয়ে সেই কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের আগের রাতে তো ঘুমোতেই পারিনি। ওটা আমার পদক ম্যাচ ছিল। প্রচণ্ড টেনশনে ছিলাম। তখন কে-ই বা আমাকে বক্সার হিসেবে চিনত! নিজেকে প্রমাণ করার একটা অন্য রকম তাগিদ ছিল। এখানে সে রকম চাপ আর কোথায়?
প্র: সনি উইটিং আপনার সম্পর্কে বলেছেন, ও তো বাচ্চা ছেলে। দু’-তিন রাউন্ডের বেশি দাঁড়াতে দেব না। আপনি কী বলবেন?
বিজেন্দ্র: দেখুন, আমি মুখে বেশি কথা বলতে চাই না। সনি যা বলছে বলুক। আমি রিংয়ে নেমে ওর কথার জবাব দেব।
প্র: কিন্তু কিছুই কী বলবেন না?
বিজেন্দ্র: (একটু ভেবে) আমি শুধু এটুকু বলতে চাই, দেখো ভাই সনি, ভারতীয় বক্সিংটা কি জিনিস সেটা কাল রিংয়ে নেমে তোমাকে বুঝিয়ে দেব।
প্র: শনিবার জেতার ব্যাপারে আপনি কতটা আত্মবিশ্বাসী?
বিজেন্দ্র: আমি দারুণ আত্মবিশ্বাসী যে, জিতবই। আমার একটা অস্ত্র হল অভিজ্ঞতা। ভাবছেন তো পেশাদার বক্সিংয়ে প্রথম যে নামছে তার আবার অভিজ্ঞতা কীসের? আমি শুধু পেশাদার বক্সিং নয়, সব মিলিয়ে রিংয়ে আমার অভিজ্ঞতার কথা বলছি। আমি অলিম্পিকে সর্বোচ্চ পর্যায়ে লড়েছি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়েছি। আমার এই অভিজ্ঞতাটাই কিন্তু কাল কাজে আসবে।
প্র: কিন্তু অপেশাদার এবং পেশাদার বক্সিংয়ের মধ্যে ফারাক তো বিস্তর...
বিজেন্দ্র: হ্যাঁ, সে তো বটেই। আসলে অ্যামেচারে আমাকে তিন রাউন্ড লড়তে হত। এখানে লড়তে হবে বারো রাউন্ড। পেশাদার হওয়ার পর আমি এনডিওরেন্স বাড়ানোর উপর অনেক জোর দিয়েছি। সেই বাড়তি সহনশীলতাটা আশা করি কাল কাজে আসবে।
No comments:
Post a Comment