বিধানসভা ভোটের ফলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর রাজ্যে জয়েন্ট পরীক্ষাসূচিতেও রদবদল। সোমবার, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬-য় পরীক্ষা নেওয়া হবে ১৭ মে। ২০১৫ সালে অবশ্য এই পরীক্ষা হয়েছিল এপ্রিলে।
প্রথা ভেঙে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং-এর জয়েন্ট পরীক্ষা এক দিনেই হবে। সম্প্রতি এই ঘোষণা করেন বোর্ডের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সজল দাশগুপ্ত। সোমবার তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২০১৬-য় রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। আইসিএসসি এবং সিবিএসসি পরীক্ষাও চলবে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত। সে কথা মাথায় রেখেই মে মাসে জয়েন্ট পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছে।
এখনও পর্যন্ত রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। এপ্রিলে ভোটের সম্ভাবনাই সব চেয়ে বেশি বলে খবর। এমন অবস্থায় জয়েন্ট পরীক্ষা আয়োজন করতে গেলে সমস্যার মুখে পড়তে হতে পারে। সেই পরিস্থিতি এড়াতেই মে মাসের ১৭ তারিখ পরীক্ষার দিন ঠিক করা হয়েছে বলে বোর্ড সূত্রের খবর। সজলবাবু জানান, ওই দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তিনটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে।
No comments:
Post a Comment