আবেদন, চিঠি-চাপাটি, সশরীরে সাক্ষাতেও লাভ হয়নি। শেষ পর্যন্ত স্পনসর ইউনাইটেড স্পিরিট লিমিটেডের (ইউএসএল) বিরুদ্ধে আইনের রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিল মোহনবাগান।
সোমবার কর্মসমিতির বৈঠকে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে, কর্নাটক উচ্চ আদালতে স্পনসর সংস্থাকে দেউলিয়া ঘোষণা করার জন্যই আবেদন জানাবে ক্লাব। ক্লাব প্রেসিডেন্ট টুটু বসু বিদেশে থাকায় বৈঠকে ছিলেন না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাব সচিব অ়ঞ্জন মিত্র বলেন, ২০১৩ তে ক্লাবের স্পনসর হিসেবে ইউএসএলের সঙ্গে দশ বছরের চুক্তি হয়েছিল ক্লাবের। বাগান কর্তার দাবি, গত বছর থেকে সংশ্লিষ্ট সংস্থার কাছে বকেয়া প্রায় সাড়ে চার কোটির টাকা। চলতি মরসুমেও কোনও টাকা না দেওয়ায় বকেয়া এবং চুক্তিভঙ্গের অভিযোগ আদালতে তুলবেন বাগান কর্তারা। বাগান সচিব এ দিন আরও বলেন, ‘‘ইউএসএল-এর সব বাণিজ্যিক শর্ত মানার পরেও আমাদের বকেয়া মেটানো হয়নি। চুক্তির খেলাপ করা হয়েছে। তাই শেষ পর্যন্ত আদালতে ওই সংস্থাকে দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন জানাব আমরা।’’ বাগান কর্তাদের ধারণা, আদালত বাগানের অনুকূলে রায় দিলে, সংশ্লিষ্ট সংস্থার শেয়ার-জটিলতা বাড়তে পারে।
No comments:
Post a Comment