মিলানে ইতালি ওপেন গল্ফে শুরুতেই চাঞ্চল্যকর সাত-আন্ডার ৬৫ স্কোর করে সাড়া ফেলেছেন ভারতের শিব কপূর। প্রথম রাউন্ডের শেষে যিনি মাত্র দুই শটে পিছিয়ে দ্বিতীয় স্থানে।
চলতি মরসুমে যুক্তরাষ্ট্র ওপেনে খেলা ভারতীয়ের এটাই বছরের সেরা স্কোর। তেত্রিশের শিব ইউরোপীয় ট্যুরে গত দশ বছর খেললেও কখনও খেতাব জেতেননি। এ বার দুর্দান্ত শুরু করার পর শিব বলেছেন, ‘‘অনেক দিন পর আবার এত ভাল রাউন্ড খেললাম। ভাল শুরু করা গুরুত্বপূর্ণ। পরের রাউন্ডগুলোয় এই ছন্দটা ধরে রাখার চেষ্টা করব।’’ শিব কপূরের পাশে ভাল শুরু করেছেন জীব মিলখা সিংহ এবং কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়াও। চার-আন্ডার ৬৮ স্কোরে জীব বাইশতম। ৬৯ স্কোর করে চৌরাসিয়া সাঁইত্রিশ নম্বরে।
এ দিকে, যুক্তরাষ্ট্রের ওয়েব ডট কম সিরিজের দ্বিতীয় ফাইনাল ইভেন্ট ‘স্মল বিজনেস কানেকশন চ্যাম্পিয়নশিপ’-এ পার স্কোর দিয়ে শুরু করলেন অনির্বাণ লাহিড়ী। টি-শট মারার সময় ফের ড্রাইভিং সমস্যায় ফেলল এশিয়ার সেরা গল্ফারকে। শেষ হোল বার্ডি না হলে পার-৭২ স্কোরটাও হত না। প্রথম রাউন্ডের শেষে অনির্বাণ ৭১ নম্বর। তবে ওয়েব ডট কম সিরিজ ফাইনালের প্রথম টুর্নামেন্টে ষষ্ঠ হওয়া অনির্বাণ পিজিএ ট্যুর কার্ডের দৌড়ে অনেকটাই স্বস্তির জায়গায়। এই সিরিজ খেলা প্রথম পঁচিশ জন আগামী মরসুমে পূর্ণাঙ্গ পিজিএ ট্যুর খেলার সুযোগ পাবেন। অনির্বাণ এখনই সেই তালিকায় পাঁচ নম্বরে।