গুগ্ল নেক্সাস স্মার্ট ফোন নিয়ে কথা বলছেন সুন্দর পিচাই।
অ্যাপলের সঙ্গে পাল্লা দিতে এ বার বাজারে দু’টি নতুন নেক্সাস স্মার্ট ফোন আনার কথা জানাল গুগ্ল। যা চলবে তাদের অ্যান্ড্রয়েড সফটওয়্যারের নতুন সংস্করণ মার্শমেলো-তে। আমেরিকা, ব্রিটেন-সহ বেশ কিছু দেশে ইতিমধ্যেই ফোনগুলির বুকিং শুরু হয়ে গেলেও, ভারতে তা আসার সম্ভাবনা আগামী মাসে। তবে এখানে ফোন দু’টির দাম ঘোষণা করে দিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। এলজি-র তৈরি ৫.২ ইঞ্চির নেক্সাস ৫-এক্স পাওয়া যাবে প্রায় ৩২ হাজার টাকায়। আর ৫.৭ ইঞ্চির হুয়েই নেক্সাস ৬-পি কিনতে দিতে হবে প্রায় ৪০ হাজার টাকা।
গত সপ্তাহেই বাজারে এসেছে আই ফোন এবং আই প্যাডের নতুন সংস্করণ। সোমবারই প্রথম সপ্তাহ শেষে রেকর্ড বিক্রির পরিসংখ্যান প্রকাশ করেছে অ্যাপল। আর ঠিক তার পরের দিনই তাদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে নতুন পণ্য আনার কথা জানাল গুগ্ল। ফোনের সঙ্গেই তাদের এ বারের চমক পিক্সেল সি ট্যাবলেটও। সম্পূর্ণ ভাবে সংস্থার তৈরি এই ট্যাবলেট কম্পিউটারটিতে থাকবে আলাদা কি-বোর্ড। যা কিনতে একটু বেশি টাকা খরচ করতে হবে ক্রেতাকে। তবে এটি হাতে পেতে আরও বেশ কয়েক মাস সময় লাগবে বলেই জানিয়েছে গুগ্ল।
No comments:
Post a Comment