এই প্রথম বড় সাইবার হানার মুখে পড়ল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপল। এক সঙ্গে সংস্থার অ্যাপ স্টোরের ৩০০টিরও বেশি অ্যাপে ম্যালওয়্যার (যার সাহায্যে ব্যবহারকারীর ফোনের তথ্য চুরি করা সম্ভব) ধরা পড়েছে। ইতিমধ্যেই সংক্রামিত অ্যাপগুলিকে সরিয়ে ফেলা এবং অ্যাপ স্টোর পরিষ্কারের কাজ করেছে অ্যাপল। চিনে তৈরি বহু ব্যবহৃত মেসেজিং অ্যাপ উই-চ্যাট ছাড়াও, এর মধ্যে আছে ট্যাক্সি পরিষেবা ও গান শোনার অ্যাপ। তবে সবই চিনে তৈরি কি না, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
প্রতিটি অ্যাপই বাজারে আনার আগে পরীক্ষা করে অ্যাপল। যে-কারণে তাদের অ্যাপ স্টোরকে অন্যতম সুরক্ষিত তকমা দেওয়া হয়। এর আগে তাদের মাত্র ৫টি অ্যাপে ম্যালওয়্যার পাওয়া গিয়েছিল। কিন্তু এ বার হ্যাকাররা লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে অ্যাপ নির্মাতাদের।
অ্যাপলের অ্যাপ তৈরিতে বিশেষ এক্স কোড ব্যবহার করা হয়। অনেক সময়েই চিনের মতো দেশের স্থানীয় সাইট থেকে তা ডাউনলোড করে নির্মাতারা। হ্যাকাররা এ বার সেই এক্স কোডেরই বিকল্প (‘গোস্ট’) তৈরি করেছে। ফলে তা থেকে অ্যাপ তৈরির সময়ে প্রথম থেকেই সেঁধিয়ে ছিল ম্যালওয়্যার। তবে নির্মাতাদের দাবি, এতে কোনও গোপন তথ্য চুরি যায়নি।
No comments:
Post a Comment