ম্যাঞ্চেস্টারের কালো রাতের  চব্বিশ ঘণ্টার মধ্যেই দুই লন্ডনের ক্লাব চেলসি ও আর্সেনাল নেমেছিল চ্যাম্পিয়ন্স লিগে। একটা টিম হারল। একটা জিতল। যার জেরে শনিবার ইপিলে চেলসি বনাম আর্সেনালের মহারণের আগে দুই ভিন্ন ছবি দুই শিবিরে।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাকাবি তেল আভিভকে ৪-০ উড়িয়ে চেলসি কোচ জোসে মোরিনহো হুঙ্কার দিলেন, ‘‘আমার টিম জিতুক বা হারুক, আমি সব সময় বড় কোচ!’’ উল্টো দিকে আর্সেন ওয়েঙ্গারকে কিছু বলতে শোনা যায়নি। সম্ভবও নয়। দিনামো জাগ্রেবের মতো দুর্বল দলের বিরুদ্ধে তো ১-২ হারতে হল আর্সেনালকে।      
প্রিমিয়ার লিগে সতেরো নম্বরে বসে থাকা। টানা দু’ম্যাচে হার। গত কয়েক দিনে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে চেলসি কোচ মোরিনহোকে। যে সমালোচনার উত্তর দিয়ে দিলেন মোরিনহো। সঙ্গে বুঝিয়ে দিলেন, ফুটবলারদের বিশৃঙ্খলাকে  বরদাস্ত করেন না। যার উদাহরণ পাওয়া গেল বুধবার রাতে। ইপিএলের প্রথম কয়েকটা ম্যাচে খারাপ ফলের পরে কাঠগড়ায় তোলা হয়েছিল জন টেরি, নেমানিয়া মাটিচ, দিয়েগো কোস্তা, ব্র্যানিস্ল্যাভ ইভানোভিচের মতো সিনিয়র ফুটবলারদের। নিটফল— তাঁদের ছাড়াই ম্যাকাবির বিরুদ্ধে প্রথম দল নামালেন পর্তুগিজ কোচ। উইলিয়ান চোট পাওয়ায় কোস্তা তাও যা মাঠে নামলেন, বাকি তিন জনকে রিজার্ভে বসেই দেখতে হল বাবা রহমান, রুবেন লফটাস চিকের মতো আনকোরা ফুটবলারদের দাপাদাপি। যাঁদের নিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিলেন মোরিনহো। এডেন হ্যাজার্ড পেনাল্টি ফস্কালেও গোল করেন উইলিয়ান, অস্কার  (পেনাল্টি), দিয়েগো কোস্তা ও সেস ফাব্রেগাস।
এবং মোরিনহো-আক্রমণ শুধু মাঠে না। মাঠের বাইরেও এল। সাংবাদিক সম্মেলনে। এই জয় তাঁর টিমের অবস্থা কতটা পাল্টে দেবে জানতে চওয়া হলে মোরিনহো বলে দেন, ‘‘অনেক দিন ধরেই জিতছিলাম না। আজ জিতলাম বলে ভাল লাগছে।’’ ওয়েন রুনির সঙ্গে নিজের তুলনাও টেনে আনলেন চেলসি কোচ। বলে দিলেন, ‘‘কিছু দিন আগে পর্যন্তও রুনি খারাপ ফুটবলার ছিল। পঞ্চাশ গোল করার পরে হঠাত্ করে ও আবার নায়ক হয়ে উঠল। সেটা ব্যাপার নয়। রুনি যখন গোল পাচ্ছিল না তখনও ও দারুণ ছিল।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘আমার অবস্থাটাও একই। মনে রাখবেন আমি জিতলেও ভাল কোচ। হারলেও।’’
চেলসি যখন ঘরের মাঠে জয়ের মেজাজে ফিরল, আর্সেনাল অ্যাওয়েতে পড়ল অবাক হারের সামনে। পিভারিচের গোলে ১-০ এগিয়ে ছিল দিনামো। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আর্সেনালের ওলিভিয়ার জিরুঁ লাল কার্ড দেখেন। আর দশ জন হয়ে গিয়ে অবস্থা আরও খারাপ হয় আর্সেনালের। শেষ পর্যন্ত ফার্নান্দেজের গোলে ম্যাচে জয় নিশ্চিত করে জাগ্রেব। থিও ওয়ালকট ১-২ করলেও সেটা সান্ত্বনা পুরস্কার ছাড়া কিছুই ছিল না। হারের পরেই প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক রয় কিন কটাক্ষ করেন আর্সেনালের ফরাসি কোচকে। বলছেন, ‘‘আর্সেনালের থেকে এটা ছাড়া কিছুই আশা করা যায় না। দল খুব একটা শক্তিশালী নয়। গ্রুপ হয়তো টপকে যাবে। তার পরে কী হবে কেউ জানে না।’’