অ্যাটলেটিকো কলকাতা দলে নাকি নৈতিকতার অভাব? না প্রতিপক্ষ দলের কেউ এই মন্তব্য করেননি। এই মন্তব্য স্বয়ং দলের সর্বোচ্চ গোলদাতা ইয়ান হিউমের। ম্যাচের শেষ মুহূর্তে কোচ হাবাসের ব্যাবহার, মাঠে ঝামেলা এই সবই তাঁকে হতাশ করেছে। এই সব ঘটনাগুলো দলের কোনও কাজে লাগেনি বলেই তিনি মনে করেন। শেষ ম্যাচেও দূরন্ত গোল করেছেন তবুও দল চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছে।  তাঁর মতে, দলের মধ্যে এই নৈতিকতার অভাবই দলকে সমস্যায় ফেলেছে।
নিজের দলের সমালোচনা করলেও চেন্নাই গোলকিপার এডেল বেটের প্রশংসায় পঞ্চমুখ হিউম। বলেন, ‘‘এই ম্যাচে আইএসএল-এর দুই সেরা গোলকিপার মুখোমুখি হয়েছিল। একজন সেরা বিদেশি গোলকিপার বেটে ও একজন সেরা স্বদেশি গোলকিপার অমরিন্দর।’’ বেটের প্রশংসা করে হিউম বলেন, ‘‘চেন্নাইয়ের কাছে আইএসএল-এর সেরা গোলকিপার ছিল। ও যে শটগুলো বাঁচিয়ে দেয় সেটা বিশ্বাস করা যায় না।ও গত আইএসএল-এর ফাইনালে অ্যাটলেটিকোর হয়ে একইভাবে খেলেছিল। আর এবার চেন্নাইয়ের হয়ে খেলল।’’
দুটো হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ১১ গোল করা হিউম আগামী মরশুমেও কলকাতা দলে থাকবেন কি না সেটা নিয়ে পরিষ্কার করে কিছু বলতে চাননি। তবে কলকাতা যদি আবার ডাকে তাহলে ভেবে দেখবেন বলেও জানিয়েছেন। বলেন, ‘‘আমি এখনও জানি না। তবে, মরশুমটা আমার ভাল গিয়েছে। আমি এখানে খেলা খুব উপভোগ করেছি।যদি অ্যাটলেটিকো  আমাকে আবার দলে চায় তাহলে অবশ্যই ভেবে দেখব।’’