দীর্ঘদিন রাজ্য সরকারের হেফাজতে থাকার পরে শুক্রবার প্রকাশ্যে এল নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ৬৪টি গোপন ফাইল। মানিকতলায় কলকাতা পুলিশ মিউজিয়ামে ওই নথি সংক্রান্ত ডিভিডি প্রকাশ করলেন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ নেতাজির পরিবারেরহাতে সেই ডিভিডি তুলে দেওয়া হয়। পাশাপাশি সংবাদমাধ্যমকেও দেওয়া হয় ওই ডিভিডি। তবে আমজনতা কবে তা দেখতে পাবে, তা জানায়নি লালবাজার।
১১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ এবং রাজ্য গোয়েন্দা পুলিশের (আইবি) হেফাজতে থাকা নেতাজি-নথি প্রকাশ করা হবে। পুলিশ জানায়, নথিগুলিকে নির্দিষ্ট ক্রমে বিন্যস্ত করা হয়েছে। ডিজিটাল রূপ দেওয়া হয়েছে কয়েকটিকে।
No comments:
Post a Comment