পাক উপকূল রক্ষীদের গুলিতে প্রাণ গেল ভারতীয় মৎস্যজীবীর। তা নিয়ে ফের উত্তেজনা ভারত-পাক জলসীমায়। শুক্রবার সকালে গুজরাত উপকূলের অদূরে এই ঘটনা ঘটেছে। পাক গুলিবর্ষণের কথা জানতে পেরেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর দুটি জাহাজ ঘটনাস্থলে গিয়েছে।
মৃত মৎস্যজীবী ইকবাল পোরবন্দরের বাসিন্দা ছিলেন। প্রেম রাজ নামে একটি মাছ ধলার ট্রলারে চেপে ৮ সেপ্টেম্বর গুজারাতের ওখা বন্দর থেকে ইকবালরা রওনা দেন। ওই ট্রলারে ইকবাল সহ মোট পাঁচজন ছিলেন। মাছ ধরতে ধরতে প্রেম রাজ ট্রলারটি এ দিন সকালে ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি পৌঁছয়। তখনই ট্রলার লক্ষ করে গুলি চালায় পাকিস্তানের মেরিটাইম সিকওরিটি এজেন্সি’র (এমএসএ) রক্ষীরা। গুলিতে ইকবালের মৃত্যু হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিত এবং মীরাবেন নামে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর দু’টি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় পৌঁছে যায়। এলাকায় বেশ কিছুক্ষণ তল্লাশি চালানো হয়। মীরাবেন আপাতত আন্তর্জাতিক জলসীমাতেই টহলদারি চালাবে। বিজিত জাহাজের নজরদারিতে ওখা বন্দরে ফেরানো হচ্ছে প্রেম রাজ ট্রলারটিকে।
No comments:
Post a Comment