Home

Thursday, October 29, 2015

এ বার ফরাসি প্রযুক্তির সর্বাধুনিক সাবমেরিন ভারতের হাতে

ভারতীয় নৌবাহিনীর অস্ত্র ভাঁড়ারে আসছে নতুন রসদ। একেবারে সর্বাধুনিক সাবমেরিন ‘আইএনএস কালভারি’।
যা থেকে অনায়াসে ছোঁড়া যাবে যুদ্ধজাহাজ ধ্বংস করার টর্পেডো আর ক্ষেপণাস্ত্র।
ফরাসি প্রকৌশলে বানানো ‘স্করপিন’ মডেলের মোট ছ’টি সাবমেরিন আসছে ভারতীয় নৌবাহিনীর অস্ত্র ভাঁড়ারে। এর মধ্যে একটিকে কাল প্রথম জলে ভাসানো হয়েছে আরব সাগরে। এক বছর ধরে সমুদ্রে তার কার্যকরী ক্ষমতা পরখ করে দেখা হবে। তার পর আগামী সেপ্টেম্বরে ওই সর্বাধুনিক সাবমেরিনটিকে নিয়ে আসা হবে ভারতীয় নৌবাহিনীতে।
৬৭ মিটার লম্বা ‘স্করপিন’ মডেলের এই সাবমেরিনটির ওজন দেড় হাজার টনেরও বেশি। চওড়া প্রায় সাড়ে ছয় মিটার। সাবমেরিনটি চালানো যায় ডিজেল ও বিদ্যুতে। সাবমেরিনটি এমন ভাবে বানানো হচ্ছে যাতে তা অনেক ক্ষণ জলের তলায় ডুবে থাকতে পারে।
ফরাসি অস্ত্র নির্মাণ সংস্থা ডিসিএনএসের সঙ্গে কুড়ি হাজার কোটি টাকার চুক্তিতে ওই ছ’টি সাবমেরিন বানানো হচ্ছে মুম্বইয়ের মাড়গাঁও ডকস লিমিটেড বা এমডিএলে। সাবমেরিনটির ৩০ শতাংশ যন্ত্রাংশ বানানো হয়েছে ভারতে। বাকিটা আনা হয়েছে ফরাসি সংস্থাটির কাছ থেকে। পাঁচ বছরের মধ্যে সবকটি সাবমেরিনই বানানো হয়ে যাবে।
এই মূহুর্তে ভারতীয় নৌবাহিনীতে রয়েছে ১৩টি সাবমেরিন। সবকটিই বেশ পুরনো। বেশির ভাগ সময়েই কাজ চালানো হয় ৬টি সাবমেরিন দিয়ে।

No comments:

Post a Comment