Home

Thursday, October 15, 2015

রোনাল্ডোও তাতাতে পারলেন না নর্থইস্টকে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শুভেচ্ছাও উদ্বুদ্ধ করতে পারল না নর্থইস্ট ইউনাইটেডকে।
বৃহস্পতিবার রাতে আইএসএলে নর্থইস্টকে ৩-১ হারাল এফসি গোয়া। যে ম্যাচের আগে আইএসএল আসরে নেমে পড়েছিলেন স্বয়ং ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডও। তাঁর রিয়াল মাদ্রিদ জার্সিতে নর্থইস্টের জন্য একটি বার্তা লিখে ছবি পাঠান রোনাল্ডো। যেখানে লেখা ছিল, ‘‘আমার বন্ধু জন আব্রাহামের জন্য। তোমাকে আর তোমার ক্লাব নর্থইস্টকে অনেক শুভেচ্ছা।’’তাতে অবশ্য নর্থইস্টে জয়ের ভাগ্য ফিরল না। নব্বই মিনিট শেষে সেই দুর্বল মানসিকতার নজির রেখে গেল নর্থইস্ট। যারা পিছিয়ে পড়ে আর লড়াই চালাতে পারল না। প্রথমার্ধের শুরুতে যদিও নর্থইস্ট  ১-০ এগোয়। দাদজির গোলের সৌজন্যে। গত ম্যাচে হারের রেশ কাটিয়ে উঠে এর পরে গোয়াও দুর্দান্ত প্রত্যাবর্তন করে। দু’মিনিটের মধ্যে লুকা ও রেইনাল্ডোর গোলের সৌজন্যে ২-১ এগোয় তারা। দ্বিতীয়ার্ধে মান্দারের গোলে জয় নিশ্চিত করে জিকোর দল। 

No comments:

Post a Comment